জামালপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন।
‘চাকরি নয়, সেবা’—এই শ্লোগানে আজ ০৪ মার্চ ২০২৩ খ্রি. তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test (PET) -এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের সকাল ৭.০০ টা হতে জামালপুর পুলিশ লাইনস্ মাঠে ৩য় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET) -এর পঞ্চম ইভেন্ট (দৌড়) ছেলেদের ১৬০০ মিটার ও মেয়েদের ১০০০ মিটার, ষষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং) পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার টেনে ৩০ ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার টেনে ২০ ফুট দূরত্ব, সপ্তম ইভেন্ট (রোপ ক্লাইমিং) পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারীপ্রার্থীদের ৮ ফুট রোপ ক্লাইমিং বা দড়ি বেয়ে ওপরে উঠার পরিক্ষা সম্পন্ন হয়েছে।
উক্ত পরীক্ষায় জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি সম্মানিত পুলিশ সুপার জনাব নাছির উদ্দিন আহমেদ মহোদয়, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্যগণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ০৯ মার্চ ২০২৩ খ্রিঃ রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ ড্রাইভিং ট্রেনিং স্কুল, জামালপুরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য উত্তির্ন যোগ্য প্রার্থীদের সকাল ৯.০০ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নির্দেশ করা হয়েছে।
আজকের নিয়োগ পরীক্ষার পরিসংখ্যান- লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত যোগ্যপ্রার্থী- ৬৮০ (৬১২-পুরুষ ও ৬৮- নারী) জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS