পুলিশি সেবার মধ্যে সবচেয়ে প্রশংসিত সেবা ৯৯৯৷ এখানে ফোন করে নাগরিকরা আইন-শৃঙ্খলা ছাড়াও আরো কিছু জরুরি সেবা পান৷ এই নাম্বারে ফোন করে আসামি আটক, মাদক কারবারি আটক, নবজাতক উদ্ধার, আত্মহত্যা ঠেকানো, ইভটিজিং ঠেকানো, স্বামীর নির্যাতন থেকে স্ত্রীকে বাঁচানোসহ আরো নানা ধরনের সেবা পাওয়ার খবর প্রায়ই সংবাদমাধ্যমে দেখা যায়৷
কিন্তু এই নম্বরে ফোন করে উল্টো হয়রানি ও নির্যানের শিকার হওয়ার একটি ঘটনা এখন আলোচনার জন্ম দিয়েছে৷ এই ঘটনায় পুলিশের তিন সদস্যকে সাময়িক করখাস্ত করা হয়েছে৷
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRRDua6lE4VCTf3P_nAD7RzR7ISPPUVstzOEg&s
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস