"No Helmet, No Ride" কর্মসূচি পালন করলেন জেলা পুলিশ জামালপুর।
বিস্তারিত
"হেলমেট পরিধান করি, নিরাপদে ঘরে ফিরি" এই স্লোগান কে সামনে রেখে ট্রাফিক বিভাগ, জামালপুর জেলা পুলিশের আয়োজনে এক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৫ নভেম্বর) বিকালে শহরের মির্জা আজম চত্বর এলাকায় বিভিন্ন মোটরসাইকেল আরোহীদের সচেতন করতে "No Helmet, No Ride" ও "হেলমেট পরিধান করি, নিরাপদে ঘরে ফিরি" লেখা সংবলিত স্টিকার মোটরসাইকেলে লাগিয়ে সচেতনতারমূলক কর্মসূচি পালন করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানো রাষ্ট্রীয় অপরাধ। এসব দুর্ঘটনায় মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি মারা যায়। এক্ষেত্রে মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাতে হবে। এতে দুর্ঘটনার কবল থেকে মোটরসাইকেল চালকরা সুরক্ষায় থাকবেন এবং তিনি বেঁচে থাকলে তার পরিবারটি নিরাপদ থাকবে।
তাই ট্রাফিক আইন যথাযথ মানা এবং মাথায় হেলমেট পড়ে মোটরসাইকেল চালানোর জন্য মোটরসাইকেল চালকদের আহবান জানানো হয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ট্রাফিক বিভাগ কর্মরত পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ: প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।