২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ ২৫ মার্চ 'জাতীয় গণহত্যা দিবস' যা বাঙালি গণহত্যা স্মরণে বাংলাদেশে পালিত একটি দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহতদের স্মরণে দিবসটি পালন করা হয়। ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জামালপুরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জামালপুর-৫ জনাব মোঃ আবুল কালাম আজাদ এমপি মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ মার্চ গণহত্যা দিবসে পুলিশের গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে বক্তব্য রাখেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
জনাব মোঃ শফিউর রহমান জেলা প্রশাসক, জামালপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব সুজাত আলী ফকির, সাবেক কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড; জনাব মেহনাজ ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর সদর সহ স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্কুল কলেজে শিক্ষার্থীবৃন্দ সহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস