শিরোনাম
শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে আইন-শৃংখলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিস্তারিত
সোমবার (০৯ অক্টোবর) বিকাল ৩.০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজি কার্যালয় সভা কক্ষে জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয়ের সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে আইন-শৃংখলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় Zoom Apps এর মাধ্যমে যুক্ত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর মহোদয়।
সভার শুরুতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতি ও সরকারি বিভিন্ন নির্দেশনামূলক একটি বার্তা পড়ে শুনানো হয়।
পরবর্তীতে রেঞ্জের বিভিন্ন জেলার পূজা মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সমস্যা ও ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। এসময় প্রত্যেক পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার বিষয় টি নিশ্চিত করতে পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দদের আহবান করেন ডিআইজি মহোদয়।
এসময় আরো যুক্ত ছিলেন রেঞ্জাধীন প্রত্যেক জেলার পুলিশ সুপার; জেলা পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ সহ জেলা ও রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।