ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ফারুক হোসেন কর্তৃক জামালপুর পুলিশ অফিস হিসাব শাখা পরিদর্শন।
জামালপুর জেলা পুলিশের পুলিশ অফিস হিসাব শাখা পরিদর্শনের অংশ হিসেবে সরেজমিনে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ফারুক হোসেন।
সোমবার (১৫ জুলাই) নির্ধারিত সফরসূচি অনুযায়ী জামালপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
পরবর্তীতে পুলিশ অফিস হিসাব শাখার বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্ট্রারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস