মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান সহায়তা পেলেন ইসলামপুর উপজেলার যমুনা নদীর ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষ।
জামালপুর জেলার ইসলামপুর উপজেলা যমুনা নদীর বুকে ইসলামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি বন্যার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর-২ মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক জনাব মোঃ শফিউর রহমান; জনাব মোঃ আলমগীর হোসেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, জামালপুর সহ জেলার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন এনজিও এর সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বেলাগাছা ইউনিয়ন ও সাপধরী ইউনিয়নে বন্যায় ঘরবাড়ি হারানো বানভাসি মানুষের মাঝে শুকনা খাবার, নিরাপদ খাবার পানি, চাল,ডাল, তেল, শিশু খাদ্য ও গো-খাদ্য সহ বিভিন্ন জরুরি ঔষধ সরবরাহ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস