শিরোনাম
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম, জামালপুর মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বিস্তারিত
শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক, জামালপুর ও জনাব মো. কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর মহোদয়।
উদ্বোধনের আগে বীর মুক্তিযোদ্ধাগণ ও জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় তরুন প্রজন্মের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন।
পরবর্তীতে জামালপুর জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ জেল, বিএনসিসি এবং জামালপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এক পর্যায়ে সেচ্ছায় রক্তদান কর্মসূচিতে একজন শিক্ষার্থীর রক্ত দানের মাধ্যমে সেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়।
কুচকাওয়াজ প্যারেড শেষে জামালপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিজয় দিবস কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জামালপুর পুলিশ লাইন্সের আরআই (ভারপ্রাপ্ত) পুলিশ পরিদর্শক (সঃ) জনাব মোঃ ইসরাফিল হোসেন