বাংলাদেশ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৪ (উপজেলা পর্যায়) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
সোমবার (১৫ জুলাই) বিকাল ৫.০০ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৪ (উপজেলা পর্যায়) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার ও সহ-সভাপতি, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিজন কুমার চন্দ, চেয়ারম্যান, জামালপুর সদর উপজেলা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা; জনাব জি এস এম মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা; জনাব মির্জা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা।
গ্রুপ পর্বের খেলা শেষে মহিলা দল থেকে কোয়ালিফাই করে ফাইনালে অংশগ্রহণ করেন জামালপুর সদর উপজেলা দল বনাম ইসলামপুর উপজেলা দল। পুরুষ দলের মধ্যে কোয়ালিফাই করে ফাইনালে অংশগ্রহন করেন মেলান্দহ উপজেলা দল বনাম জামালপুর সদর উপজেলা দল।
অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই খেলায় জামালপুর সদর উপজেলা মহিলা দল বিজয় অর্জন করেন এবং পুরুষ দলে জামালপুর সদর উপজেলা দল বিজয় অর্জন করেন।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার্স আপ ও শ্রেষ্ঠ খেলোয়াড়ের মাঝে পুরস্কার তুলে দেন এবং সকল খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। সাধারণত বিশেষ উৎসব বা পালা-পার্বণে বেশ আড়ম্বরপূর্ণ ভাবে কাবাডি খেলার আয়োজন করা হয়। তবে বর্তমানে এই খেলা প্রায় বিলুপ্তির পথে।
দেশব্যাপি উপজেলা ভিত্তিক এরকম খেলার আয়োজন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আবারো কাবাডি খেলা অনন্য উচ্চতায় পৌঁছাবে।
এসব জেলা ক্রিড়া সংস্থা কর্মকর্তাবৃন্দ সহ সকল দলের খেলোয়াড় ও সমর্থক উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস