বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্বৃত্তের হামলায় আহত শিক্ষার্থীদের পাশে পুলিশ সুপার।
গত ২ দিন আগে জামালপুর শহরের বনপাড়া এলাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে থাকা অবস্থায় স্থানীয় দুষ্কৃতিকারী কিশোরদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।
এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী সহ কয়েকজন আহত হয়।
পরবর্তী পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় বিষয়টি সম্পর্কে অবগত হলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে আইনি ব্যবস্থা গ্রহন করেন।
আহত শিক্ষার্থীদের শারিরীক খুঁজ-খবর নিতে ও আইনি সহায়তা দিয়ে পাশে থাকার আহ্বান জানান পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
আজ রবিবার (১০ মার্চ) বিকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস