শিরোনাম
বকশিগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন ও ৫নং বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়।
বিস্তারিত
বকশিগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন ও ৫নং বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়।
আজ
শনিবার (০৯ মার্চ) বকশীগঞ্জ থানাধীন বকশীগঞ্জ পৌরসভা সাধারন নির্বাচন, ৭নং মেরুরচর ইউপি'র ২নং ওয়ার্ডের উপ-নির্বাচন ও দেওয়ানগঞ্জ থানাধীন বাহাদুরাবাদ ইউপি নির্বাচন-২০২৪ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে
সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র ও ভোটকেন্দ্রের নিরাপত্তা ও এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে তদারকি ও পরিদর্শন করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় ও জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক, জামালপুর মহোদয়।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
ভোট কেন্দ্রভিত্তিক পুলিশ ও আনসার এবং পর্যাপ্ত সংখ্যক মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই পুলিশ মোতায়েন সহ র্যাব ও বিজিবি সদস্য মোতায়ন থেকে দায়িত্ব পালন করছে।
নির্বাচনে সাধারণ ভোটাররা নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে অতন্ত্য সুশৃঙ্খল ভাবে সকাল থেকেই ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করছেন।
এসময় মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, জেলা নির্বাচন অফিসার, জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশ, জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।