শিরোনাম
পুনাক কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ
বিস্তারিত
শুক্রবার (২০ অক্টোবর) বিকাল ৪.০০ ঘটিকায় পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), জামালপুরের উদ্যোগে জামালপুর জেলার পিছিয়ে পড়া সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, জামালপুর এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
সমাজের পিছিয়ে পড়া সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব আরো আনন্দঘন করতে পুনাক সভানেত্রীর এই ব্যতিক্রমী আয়োজন।
পুনাক সর্বদায় অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে থাকেন।
তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।