পুনাক কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি"
রক্তেভেজা অমর ২১শে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্যে দিবসটি পালন করছে। সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও দিনটি পালিত হচ্ছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩.৩০ ঘটিকায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), জামালপুরের আয়োজনে স্কুল পড়ুয়া কোমলমতি শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, জামালপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
এসময় চিত্রাংকন প্রতিযোগিতায় ৪ টি স্কুলের কোমলমতি শিশুরা অংশগ্রহণ করেন। এবং তাদের মধ্যে বিজয়ীদের পুরুষ্কার বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা।
শিশুরা তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে বুকে নিয়ে ক্ষুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
৫২'র ভাষা আন্দোলন সম্পর্কে সঠিক ইতিহাস শিশুদের মাঝে ছড়িয়ে দিতে পুনাকের এই ব্যতিক্রমী আয়োজন।
এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস