Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পুনাক কর্তৃক জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের নিয়ে ফল উৎসব উদযাপন।
বিস্তারিত

পুনাক কর্তৃক জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের নিয়ে ফল উৎসব উদযাপন।


আজ রবিবার (১৪ জুলাই) বিকেলে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), জামালপুর কর্তৃক জেলা সকল পর্যায়ের পুলিশ অফিসার ও ফোর্সদের সাথে বাংলাদেশের বিভিন্ন ধরনের মৌসুমি ও দেশিয় ফল নিয়ে ব্যতিক্রমী এক ‘ফল উৎসব’ পালন করা হয়েছে।

জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখা এবং পুষ্টিমানসম্পন্ন নানা ধরনের ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পুলিশ লাইন্স জামালপুর ড্রিল শেডে পুনাক কর্তৃক ফল উৎসবের আয়োজন করা হয়।

জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, জামালপুর এঁর সভাপতিত্বে ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।

বাঙালির বারো মাসে তের পার্বণ একটি প্রচলিত প্রবাদ। এই ফল উৎসবও তারই ধারাবাহিকতায় উদযাপন করা হচ্ছে। সবাইকে সভানেত্রী নিয়মিত ফল খাওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশে যেসব ফল উৎপাদন হয় তা প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানিও হচ্ছে এখন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই বৃক্ষরোপণে আমাদের উৎসাহিত করেন। আমরা যেনো আমাদের বাড়ির আঙিনায় ফল-সবজি গাছ রোপণ করি।

ফল উৎসবে দেশী ফলের সম্ভারের মধ্যে ছিল আম্রপলি, হাঁড়ি ভাঙ্গা, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, ওর বড়ই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, জামরুল, তাল, আপেল, লিচু, কাঠ লিচু, বিলাতি গাব, জাম ইত্যাদি।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/07/2024
আর্কাইভ তারিখ
31/07/2024