শিরোনাম
দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিস্তারিত
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ০৩.৩০ ঘটিকায় বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাধারণ নির্বাচন -২০২৪ উপলক্ষে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোট গ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার এবং নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক, জামালপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা নির্বাহী অফিসার, দেওয়ানগঞ্জ, জামালপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, জেলা নির্বাচন অফিসার, জামালপুর।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজ নিজ জায়গা থেকে নির্বাচন সংশ্লিষ্ট আইনকানুন মেনে চলতে আহ্বান করেন।নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের গুরুত্বারোপ সহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন কুচক্রী মহল বিভিন্ন গুজব সৃষ্টি করতে চেষ্টা করে থাকেন। তাই সকল কে সচেতন হওয়ার আহ্বান জানান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর জনাব সুমন কান্তি চৌধুরী; দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার বিশ্বাস সহ উপজেলা নির্বাচন অফিসার, সহকারী কমিশনার ভূমি, দেওয়ানগঞ্জ উপজেলা।
এসময় পৌরসভা সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, মেম্বার, মহিলা ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী সহ প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার সহ এলাকার স্থানীয় জনসাধারনবৃন্দ উপস্থিত ছিলেন।