শিরোনাম
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জানুয়ারি ২০২৪ নিয়োগ ব্রিফিং অনুষ্ঠিত।
বিস্তারিত
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জানুয়ারি ২০২৪ নিয়োগ ব্রিফিং অনুষ্ঠিত।
স্মার্ট বাংলাদেশের 'স্মার্ট পুলিশ' গঠনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ২০২৪ এ দায়িত্ব পালনকারী সকল পর্যায়ের পুলিশ সদস্য নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর মহোদয়ের সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জানুয়ারি ২০২৪ নিয়োগ প্রস্তুতি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মহোদয় বলেন, আপনারা জানেন যে আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের স্মার্ট পুলিশিং গড়া বঞ্চনীয়। সেই স্মার্ট পুলিশিং করতে হলে আমাদের অবশ্যই মেধাবী ও শারীরিকভাবে সক্ষমদের আমাদের নিয়োগ করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া যেন সর্বোচ্চ লেভেলের সুন্দর সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সেই প্রক্রিয়া বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) থেকে শুরু করে আমরা যারা মাঠ পর্যায়ে পরীক্ষা নিচ্ছি আমরা সকলেই সচেষ্ট আছি।
তাই যারা বিভিন্ন ইভেন্ট দায়িত্ব পালন করবেন সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান পুলিশ সুপার মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহরিয়ার আলী, পুলিশ সুপার, পুলিশ টেলিকম, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা সহ নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ।