শিরোনাম
জেলা পুলিশ জামালপুর কর্তৃক বসন্ত বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।
বিস্তারিত
জেলা পুলিশ জামালপুর কর্তৃক বসন্ত বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।
"ফাগুনের এমন নতুন দিনে বসন্তের খুশি আসুক সবার জীবনে" ফাগুনের মাতাল হাওয়ায় বসন্ত ছুয়ে যাক অন্তরে......"
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ লাইন্স, জামালপুর মাঠে জেলা পুলিশ জামালপুর কর্তৃক অতন্ত্য জাঁকজমকপূর্ণ বসন্ত বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
সাংস্কৃতিক সন্ধ্যার শেষ পর্বে আকর্ষনীয় র্যাফেল ড্র আয়োজন করা হয়। ১৫ টি আকর্ষনীয় পুরুষ্কার দেয়া হয়। এবং পুলিশ সুপার স্যারের পক্ষ একটি বিশেষ উপহার ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট পুরুষ্কার দেয়া হয়।
ফাল্গুনের মিষ্টি কুয়াশাঘেরা সকালের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। তাইতো ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এতো বর্ণিল সাজ। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি। তাই কবির ভাষায়- ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’।
বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে ‘পহেলা ফাল্গুন-বসন্ত উৎসব’ হিসেবে। বাঙালির নিজস্ব সার্বজনীন প্রাণের উৎসবে। এ উৎসব এখন গোটা বাঙালির কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। বাংলায় বসন্ত উৎসব এখন প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
এছাড়াও আরো উপস্থিত থেকে অনুষ্ঠানে উপভোগ করেন জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক, জামালপুর; জনাব সানজিদা হক মৌ সভানেত্রী, পুনাক, জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর জনাব মোঃ সাইদুর রহমান; জনাব সুমন কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর; সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর জনাব স্বজল কুমার সরকার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); জনাব অভিজিৎ দাস, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), জামালপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)'গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্টের ইনচার্জবৃন্দ সহ জনসাধারণ ও সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।