শিরোনাম
জামালপুর জেলা পুলিশ কর্তৃক শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ।
বিস্তারিত
রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর শহরের শ্রী শ্রী দয়াময়ী মন্দিরে জামালপুর জেলা পুলিশ কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর মহোদয়ের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেবদাস ভট্টাচাৰ্য্য বিপিএম, ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মধুছন্দা ভট্টাচাৰ্য্য, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ রেঞ্জ ও জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, জামালপুর।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি জনাব দেবদাস ভট্টাচাৰ্য্য বিপিএম, ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), ময়মনসিংহ রেঞ্জ মহোদয়ের পদোন্নতিসূত্রে বদলী হওয়ার বিদায়ী শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় জামালপুর পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার জামালপুর ও পুনাক সভানেত্রী জামালপুর মহোদয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।