শিরোনাম
জামালপুর জেলা পুলিশের স্থাপনা সমূহে "Green Jamalpur, Clean Jamalpur" কর্মসূচির আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন
বিস্তারিত
জামালপুর জেলা পুলিশের স্থাপনা সমূহে "Green Jamalpur, Clean Jamalpur" কর্মসূচির আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন
"স্মার্ট জামালপুর গড়ার প্রত্যয় " এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের আয়োজনে জামালপুর জেলা পুলিশের স্থাপনা সমূহে "Green Jamalpur, Clean Jamalpur" কর্মসূচির আওতায় “পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর এঁর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জামালপুর-৫ আসনের নব-নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম আজাদ এমপি মহোদয়।
শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
পরবর্তীতে শহরের মির্জা আজম চত্বরে বিভিন্ন যানবাহনে স্টিকার ও লিফলেট বিতরণ করে সাধারণ জনগনের মাঝে জামালপুরকে একটি পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তুলতে আহ্বান করা হয়।
একটি দেশ বা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে নিজের ঘর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করতে হবে বলে প্রধান অতিথি তার বক্তব্য বলেন।
জামালপুরকে একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে "ক্লিন জামালপুর গ্রীন জামালপুর। এরই ধারাবাহিকতায় জামালপুরে মানুষকে সচেতন করার লক্ষ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে ক্লিন জামালপুর গঠনে কাজ করে যাচ্ছেন জনপ্রতিনিধি ও প্রশাসন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক, জামালপুর সহ স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।