জামালপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মার্চ/২০২৪ মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রবিবার (১০ মার্চ) সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর সম্মেলন কক্ষে মার্চ/২০২৪ মাসের মাসিক জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক, জামালপুরের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটি সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভার গুরুত্বের সাথে রমজানে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কড়া তদারকি নিয়ে আলোচনা করা হয়। কোন ভাবে যাতে বাজার অস্থিতিশীল না হয় বাজারেে ব্যবসায়িদের সাথে আলোচনা করা হয়। কোন ধরনের অনিয়ম যাতে না হয়। এবং অসাধু ব্যবসায়িরা পণ্য নিয়ে কারসাজি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনা দেয়া হয়।
এসময় পুলিশ সুপার মহোদয় জেলার মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন।
এছাড়াও উক্ত আইন-শৃঙ্খলা মিটিংএ জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস