জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে জেলা পুলিশ ও থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি/শোভাযাত্রা অনুষ্ঠিত
ᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴘᴏʟɪᴄᴇ ᴊᴀᴍᴀʟᴘᴜʀ.
[Date: 04 November 2023]
“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলায় "কমিউনিটি পুলিশিং ডে-২০২৩" উদযাপন উপলক্ষ্যে জেলা পুলিশ, জামালপুরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি/শোভাযাত্রা আয়োজন করা হয়।
ইসলামপুরের কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য চতুর্থ মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বাধীন প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি,জামালপুর - ২ মহোদয়।
এর আগে দিবসটি উপলক্ষে শনিবার (০৪ নভেম্বর) পুলিশ লাইন্স জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষ্যে নীল আকাশে বেলুন ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি/শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
এছাড়াও জামালপুরের প্রত্যেক থানা পুলিশের আয়োজন বর্ণাঢ্য র্যালি/শোভাযাত্রা করে 'কমিউনিটি পুলিশিং ডে-২০২৩" উদযাপন করা হয়।
প্রত্যেক থানা কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ের র্যালি/শোভাযাত্রা পুলিশ লাইন্স মেইন গেইট হইতে সুসজ্জিত পুলিশ বাদকদলের ব্যান্ডের তালে জেলা পুলিশ, কমিনিটি পুলিশিং ফোরাম, স্কুল, কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি পুলিশ লাইন্স কেন্দ্রিক গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স অভ্যন্তরে গিয়ে শেষ হয়।
জামালপুর পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এ আরো উপস্থিত ছিলেন জনাব শীতেষ চন্দ্র সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর; জনাব বিজন কুমার চন্দ, সাধারণ সম্পাদক, জামালপুর জেলা আওয়ামী লীগ ও সভাপতি, জামালপুর সদর থানা কমিউনিটি পুলিশিং কমিটি; জনাব মির্জা সাখাওয়াতুল আলম মনি, সভাপতি, জামালপুর জেলা কমিউনিটি পুলিশিং কমিটি ও সাবেক মেয়র, জামালপুর পৌরসভা; জনাব জি. এস. এম. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, জামালপুর জেলা কমিউনিটি পুলিশিং কমিটি এবং সহ সভাপতি জামালপুর জেলা আওয়ামী লীগ; জনাব আতিকুর রহমান ছানা, সহ সভাপতি, জামালপুর জেলা আওয়ামী লীগ; জনাব মোঃ ছানোয়ার হোসেন ছানু, মেয়র, জামালপুর পৌরসভা; জনাব ফজলে এলাহী মাকাম, সভাপতি টিভি রিপোর্টার্স ইউনিট জামালপুর; জনাব মোস্তফা বাবুল, বিশিষ্ট সাংবাদিক বিটিভি; জনাব হাফিজ রায়হান সাদা, সভাপতি, জামালপুর প্রেস ক্লাব; জনাব আব্দুল জলিল, চেয়ারম্যান, ৯ নং রানাগাছা ইউনিয়ন, জামালপুর সদর সহ জেলা পুলিশের সর্বস্থরের অফিসার ও ফোর্সবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ।