শিরোনাম
জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান
বিস্তারিত
জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান
“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলায় সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় "কমিউনিটি পুলিশিং ডে-২০২৩" উদযাপন করা হয়।
শনিবার (০৪ নভেম্বর) সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম পুলিশ সুপার, জামালপুর এর সভাপতিত্বে জামালপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে ফোর্সের মনোবল বৃদ্ধির লক্ষ্যে জাঁকজমকপূর্ণভাবে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।
সাংষ্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে উপভোগ করেন জনাব মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামালপুর; জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব সুমন কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর; জনাব স্বজল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর; জনাব অভিজিৎ দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), জামালপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্যগণ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, কমিউনিটি পুলিশিং ফোরাম এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।