Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জেলার পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সহিত পূর্ব প্রস্তুতিমূলক সভা করেন পুলিশ সুপার জামালপুর
বিস্তারিত
"ধর্ম যার যার উৎসব সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ৩.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব মুখর পরিবেশ ও নির্বিঘ্নে উদযাপনের নিমিত্তে জামালপুর জেলার পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সহিত পূর্ব প্রস্তুতিমূলক সভার আয়োজন করেন জেলা পুলিশ জামালপুর। 
জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর মহোদয়ের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় জামালপুর জেলার প্রত্যেক থানার পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ ও জেলা পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা শুনেন এবং পরামর্শ দেন।
সভার শুরুতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতি ও সরকারি বিভিন্ন নির্দেশনামূলক একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
পরবর্তীতে জেলার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সমস্যা ও ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়।। এসময় প্রত্যেক পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার বিষয় টি নিশ্চিত করতে পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দদের আহবান করেন পুলিশ সুপার মহোদয়। 
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ানোর আহ্বান জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। সুষ্ঠু ব্যবস্থাপনায় পূজা উদযাপন নিশ্চিত করার জন্য সকলে সকলে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ডাউনলোড
প্রকাশের তারিখ
30/09/2023
আর্কাইভ তারিখ
30/09/2023