আসন্ন বড়দিন ২০২৩ উদযাপন উপলক্ষে বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা।
বিস্তারিত
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্তে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় ২৫ ডিসেম্বর 'বড়দিন' উদযাপন নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
এছাড়া সভায় খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ আসন্ন 'বড়দিন' ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত তুলে ধরেন।
এসময় বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।