Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আন্তঃ জেলা ডাকাত দলের প্রধান সাত্তার ডাকাত ইসলামপুর থানা পুলিশ কর্তৃক আটক
বিস্তারিত
অদ্য ইং ২৭/১০/২০২৩ তারিখ রোজ শুক্রবার বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন হাতীভাঙ্গা ইউনিয়নের দেওয়ানগঞ্জ-ফুলছড়ি (গাইবান্ধা জেলা) সীমান্তবর্তী এলাকা থেকে আজেলা ডাকাত দলের প্রধান মোঃ আঃ ছাত্তার @ সাত্তার (৬২), পিতা- মৃত মহির উদ্দিন @ ময়েজ উদ্দিন @ মইন @ ময়দীন উদ্দিন @ মইদ্দিন, সাং- জিগাতলা, থানা-ইসলামপুর, জেলা-জামালপুরকে ইসলামপুর থানা পুলিশের একটি বিশেষ দল পুলিশ সুপার জামালপুর জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, ইসলামপুর সার্কেল জনাব অভিজিৎ দাস এর নেতৃত্বে অফিসার ইনাচার্জ ইসলামপুর থানা জনাব সুমন তালুকদার, এসআই (নিঃ) আক্রাম এবং এসআই (নিঃ) আজিজ সহ অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় আটক করা হয়েছে।
উক্ত আসামী গত ০৮/১০/২০০৭ সালে ইসলামপুর থানাধীন চর নন্দনের পাড়া জনৈক মোঃ আসাদ এর বাড়ীতে মারপিট করে গরু চুরি, গত ১৬/১২/২০০৭ সালে ইসলামপুর থানাধীন সিন্ধুরতলী গ্রামের পূর্ব পাশে যমুনা নদীতে মারপিট সহ ডাকাতি, গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার ডিসেম্বর/২০১৩ সালে হত্যা মামলা, নভেম্বর/২০১৫ সালে বকশীগঞ্জ থানায় অস্ত্রসহ  ডাকাতির প্রস্তুতি গ্রহণ এবং গত ০৭/০২/২০১৭ তারিখ রাত ১১.৩০ ঘটিকায় ইসালামপুর থানাধীন চরবরুল এলাকায় জনৈক আবু তালেব এর মুদি দোকানের ভিতর ছমেদ আলী মেম্বারকে প্রকাশ্যে গুলি করে হত্যার মত জঘন্য অপরাধের সাথে জড়িত।
উক্ত আসামী যমুনা নদী এবং যমুনা নদীর তীরবর্তী এলাকার সাধারণ জনগনের কাছে এক মূর্তিমান আতংক। ভাড়াটে খুনি হিসেবে এলাকায় জনশ্ৰুতি থাকায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কথা বলতে পারে না। 
উক্ত ডাকাতের আটকের সংবাদ ইতিমধ্যেই চরাঞ্চলে ছড়িয়ে পরলে সাধারণ জনগণ দীর্ঘদিন পর আনন্দ উল্লাসে মেতে উঠেছে। 
উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে ইসলামপুর থানায় ডাকাতি, হত্যাসহ ০৭ (সাত) টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী রয়েছে।
ডাউনলোড
প্রকাশের তারিখ
27/10/2023
আর্কাইভ তারিখ
28/10/2023